September 13, 2012

HOW TO PRAY LIKE PROPHET MOHAMMAD (PBUH)


THE PROPHETS PRAYER ACCORDING TO SUNNAH


নামাযে মনোযোগ তৈরির কৌশল


নামাযে মনোযোগ তৈরির কৌশল

১। নামায আরম্ভ করার সময় একান্ত প্রয়োজনীয় কোন কাজ না থাকলে তা আগে সেরে নেয়া ভাল, তাহলে নামাযের মধ্যে সেইদিকে মন যাবে না। এই জন্য শরিয়াতের নির্দেশ হল, কারও যদি বেশি ক্ষুধা লাগে আর খানা তৈরি হয়ে যাই অথবা প্রসাব-পাইখানা বেগ হয়, তবে আগায় এসব কাজ সেরে নিতে হবে। তার কারন হল বান্দা একটি অবসর মন নিয়ে নামায সুরু করবে,তাহলেই সে নামাযের হক আদাই করতে পারবে।
২। হাট-বাজারে বা সফরে থাকলে সাথের জিনিসপত্র নিরাপদ জাইগাই রাখতে হবে, যাতে এসব হারানর চিন্তায় না পরতে হয়।
৩। অথা-বসা কষ্টকর হয় এমন টাইট-ফিট পোশাক পরে নামায পরা উচিত নয়। পোশাক জাতে পরে না যাই সেদিকে খেয়াল রাখতে হবে। নাহলে, নামাযে মন থাকার পরিবতে পোশাক ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে।
৪। বেপর্দা মহিলারা যখন মাথায় কাপড় বা চাদর পরে নামায পড়ে, তখন শাভাবীকভাবে তাদের গোড়োম লাগে। এতে নামাযে মন বসে না এবং তাড়াতাড়ি নামায শেষ করে চাদর খুলার চেষ্টা করে। সুতরাং মহিলাদের নামাযী হওয়ার সাথে সাথে পর্দানশীল হতে চেষ্টা করা আবশ্যক। মহিলাদের